শনিবার, ১ জানুয়ারী, ২০২২

বিপ্লব চক্রবর্তী-র কবিতা

ভালোবাসা

ভালোবাসি---

সারারাত সিঁড়িপথে বসে

শিশিরপতন শুনি

 

একফোঁটা যে ছন্দ অন্যফোঁটা

ভিন্নবাণী-----

পাতার স্তনাগ্র থেকে

টুপটুপ খসে পড়ে জল

আমি কামুকতা নিয়ে চেয়ে থাকি

ভালোবাসি---

সারারাত সিঁড়িপথে বসে থাকি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন