শনিবার, ১ জানুয়ারী, ২০২২

গোলাম রসুল-এর কবিতা

রাজার আকাশ

সে এসেছিল জাহাজে করে জন্ম নিতে
যেখানে  এখন মরুভূমি
শুধু একটা শুকনো কুয়ো রয়েছে সূর্য উঠে এবং অস্ত যায়

ওদিকে কেউ যায় না
নিঃসঙ্গ পাথরবোঝাই মালগাড়ি একা চলে যায়
রাজার আকাশ গোপনে শাশ্বত ধ্বংসের মতো

চাঁদের আলো কাঁদে যাযাবর ফুটপাতে শিশুটির সাথে
যার মা চলে গেছে আধখানা দূরে

চারিদিকে শুধু খণ্ড খণ্ড চাঁদ আর পাহাড়

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন