আসুন এবং ...
আসুন- কুয়ো ধংস করে আরও বেশি মিনারেল ওয়াটার পান করি।
আসুন- আরও বেশি রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করে বেশি ফসল ফলাই আর বাজার জাত
প্যাকেটবন্দি বিশুদ্ধ খাবার খাই।
আসুন- গৃহপালিত গরু না পুষে প্যাকেট জাত দুধ পান করি।
আসুন- খালবিলপুকুরগুলি বুজিয়ে ফেলি, ঝোপঝাড় কেটে নিউ টাউন তৈরি করি।
আসুন- দেশি মুরগি হত্যা করে পোল্ট্রি ডিমের ওমলেট খাই।
আসুন- যে মাটি খাবার দেয় সেই মাটি কেটে ইট তৈরি করে ইমারত গড়ি, যাতে আমাদের আকাশটাই হারিয়ে যায় ধুলো আর ধোঁয়ায় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন