শনিবার, ১ জানুয়ারী, ২০২২

শ্রীমহাদেব-এর কবিতা

ভয়

 

রক্তমাংসের মানুষেরই যত ভয়,

কই দেওয়ালের তো ভয় করে না

দিব্যি তার উপর বুলডোজার চলে যায়

কাকেদেরও ভয় নেই,

চাতুরি সত্বেও।


প্রেমে পড়লে ভয়

প্রেম না পেলে ভয়

গাছেরা তবু ভয়ডর হীন

ঝর্ণার জলে তারা ফুল ছড়িয়ে দেয়

ঘ্রাণ ছড়িয়ে দেয় বিষ বাতাসে

রোদ তার সমস্ত উত্তাপ নিংড়ে 

তির্যক আলোয় পোয়াতি সাজে

সে অকুতোভয়।


ভয় কবে সঙ্গ ছেড়ে যাবে

জানা নেই ,

ভয় পথ ভুল করে ঠিকানা হারালে

স্বস্তিসুখ কিশলয় ঘাসে 

এক কাপ চায়ের সঙ্গে মুখশুদ্ধি চাইবে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন