বেসুরো
অ্যালার্মের শব্দে ঘুম ভেঙ্গে যখনই ফোন করি
দেখি ততক্ষণে পানকৌড়ির মতো ডুব দিয়েছো,
ভেসে ওঠার নাম নেই।
দুপুরে লাঞ্চ ব্রেকে যখন ফোনে ধরার চেষ্টা করি
সেই ক্ষণিকের অপেক্ষায় চোখ বন্ধ করে
দেখি সালোয়ার কামিজ পরিহিতা দোহারা চেহারার
কপালের মাঝে একটা ছোট টিপের এক পরিণত যুবতীকে
তখন ওপার থেকে ভেসে আসে –
‘এখন মিটিং-এ আছি, পরে করছি।’
বারে বারে হোয়াটস্অ্যাপ করি -
কখন কোথায় দেখা হবে
আমি কোথায় দাঁড়াব
সন্ধ্যে হতে আর বেশি বাকি নেই –
উত্তর না পেয়ে হতাশ হয়ে পাড়ার মোড়ে
বাবুলের দোকানে বসে, বেকার ছেলে
চা খাই আর ঘনঘন হোয়াটস্অ্যাপ খুলি –
পড়ন্ত দিনের আলোয় রক্তিম আকাশে
দেখি পাখিরা ত্রিভুজ বানিয়ে নিঃশব্দে ফিরে যায় –
তোমার ফেরবার ঠিক নেই।
দিদিমণি, ব্যস্ততায় ব্যক্ত করো নিজেকে সারাদিন
দিন প্রতিদিন
আমি থেকে যাই অব্যক্ত।
২৫ শে জুন, ২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন