ব্যথার কথা
কাল শনিবার । শনিবার এলেই আমার মনে পড়ে
গম ভাঙানোর কথা । সপ্তাহে একদিন কুয়োর ভেতর জল ঢালা ।
আমাদের চোখ হাত থাকার কথা নয় এতদিন
তবু সব বাতাস সহ্য করে তারা আছে
বেল্টের শেষ ঘরে পৌঁছে গিয়েছে কোমর
এখন প্রলোভন ছড়ায় শুধু রাজমাতা --–অন্তঃপুরে টেনে নিয়ে যায়
আমার গোপন সব কথা দোহন করে বের করে নেয়
খিড়কিদুয়োর দেখিয়ে দেবার আগে বলে --–
দূর্বাঘাস খেয়ে নিও
ব্যথা চলে যাবে । এ সব ব্যথার কথা
বলা যায় না কারো কাছে -- কবিতাতেও লেখা যায় না
শুধু একটা একলা পাশবালিশ কেঁদে কেটে বিছানা ভেজায় ।
খুব ভালো লাগলো। বেল্টের শেষ ঘরে পৌঁছে গেছে কোমর...
উত্তরমুছুন