ছুঁয়ে ফেলি বিস্তৃর্ণ ওই
নীলগিরির ঠিকানা
পর্যটন যত সবুজে গড়ায়
নীলপাহাড়ের নাগাল
ছায়া-রোদের প্রস্তাবে
নিয়মমাফিক
ওই সবুজ বিহ্বল চমকে
মৃদুভাষ আলাপের ইচ্ছে নিয়ে
আকাশের নীল
পাহাড়ের নীল
দিগন্তের নীল
চা-বাগিচার নিটোল পেলবতায়
ডুবকি লাগায় চুপিসার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন