বাঁকা চাঁদের আলোয় হেঁটে চলি
নির্জন রাতে।
রাত তখন তোমার আবেগের চেয়েও গভীর,
তোমার অতীতের চেয়েও কালো –––
আমি হেঁটে চলি বোবা ব্যারিকেডের পাশ দিয়ে।
ধুলোয় ঢাকা ফুটপাতে ধারে
শুয়ে থাকা কিছু লোক এক ঝলক দেখে,
চোখ চলে যায় তাদের শূন্য আকাশে –––
কি যেন খোঁজে,
হতাশ হয়ে চোখ যায় তাদের বন্ধ হয়ে।
আমি বয়ে চলেছি মিথ্যে যত ভার!
এক মাইল পার হয়ে গেলাম,
দেখি এক শ্মশান শুয়ে আছে একা –––
বুকে নিয়ে সারা দিনের ব্যথা;
ভালো লাগলো
উত্তরমুছুন