মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : আশিস চৌধুরী

অকুতোভয়

ভাবি মুখ খুলবো না
তবু সময় এলে আপনাআপনি খুলে যায়
ঘটে নানান বিপত্তি
মনে থাকে না চুপ কথাটি
দড়ি ধরে মারো টান,রাজা হবে খানখান
কতবার বলতে গিয়ে থেমে যাই
ওই চুপ কথার ভয়ে
এইটা বোধ হয়
 ভয় পাওয়ার বয়স শুরু হল
আর অকুতোভয় থাকতে পারি না 
'চিরদিন কাহারও সমান নাহি যায়' 
গানটির মাঝে সান্ত্বনা খুঁজি।  

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন