ছাই
আমি ছাই হতে চেয়েছিলাম কিন্তু আগুন
জ্বালেনি কেউ , তাই আমার অগ্নিশুদ্ধ
হল না।
আমি কবিতা লিখব ভেবেছিলাম শব্দ
আগুনে পুড়ে ছারখার হব , একটি শব্দও
উদিত হল না মনে।
কীভাবে ছাই হব আমি শব্দ ব্রহ্ম জানি
সেই হাঁ মুখে ঢুকে যাব নিরলস।
ব্রহ্মের অভিশাপে নিশ্চিত ছাই হব একদিন
একমুঠো শব্দ তাই আলগোছে তুলে রাখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন