দুটি কবিতা
১
পুজোর গন্ধ গুলি পেরিয়ে দেখলে গাটার ভর্তি দুর্গন্ধের পাশে
ছেঁড়া কাগজে লিখে যাচ্ছে ম্যাসেজ কবিতা এক ভিখিরি পাগল
হে জনমানস তোমরা তার কাছে পাঠ নাও কুয়াশা ও কাশ
অনেক রাজনীতির পর সময়ের কাছ থেকে প্রকৃতি এ শরত্
পেয়েছে,এই কথা বুভুক্ষু ভিখিরি বোঝে,এখন তার হাহাকার
ধরো ধরো প্রজন্ম, কুচিকুচি তোমাদের পারফিউম ভেসে যায়
তোমাদের কেতাবি প্রকৃতিপ্রেম অসহ হৃদয় আর নিদ্রামিথুন
২
ফুলওয়ালির পাশেই দুই রমণীর চোখ মুর্গা কলিজায়
গতজন্মের পুজো, ছুটির ঘুম, আর মাংসের আসবাব
এইসব ভাবতেই নারীদের চোখে কামসূত্র ভাসে
মুন্ড কলিজাহীন মোরগটি মুক্তি পেতে ঠিকসময়ে
দেয় মরণ ওড়ান, পড়ে অনিবার্য ফুলের স্তবকে
ফুল থেকে খাদ্য খাদকের গন্ধ ভাসে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন