সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

মধুছন্দা মিত্র ঘোষ-এর কবিতা

'মরণ হতে যেন জাগি'

'মরণ হতে যেন জাগি' –––  রবিকবির বাণী 
জীবনে কতবার মরণ কান ঘেঁষে ফিরে গেছে
বাঁচার সীমানা ঘিরে, জেগে উঠেছি ধীরে
ভয়ের ভেতর, উৎকন্ঠায় জড়িয়ে থেকেছি ততোধিকবার 

'আকাশের আনন্দবাণী' শুনে, 'গানের সুরে'
      থিতু হতে পারি কই ঠাকুর?

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন