ভোরের গাঢ় কুয়াশা ছিঁড়ে
কাঁচা আলোর মতন সে―
এসেছিল অদ্ভুত তেজে
যেন, সে ভোরে আমার মৃত্যু হতে
ঈশ্বর দেখা দিল অদ্ভুত অহংকারে!
সমস্ত ঋতু ব্যর্থ সেখানে,
যেখানে আজও সে দাঁড়িয়ে।
শিমুলের মতন ঠোঁটে তবু তার বুকে
যে ক্ষত আমায় ব্যাকুল করে,
তার চেয়েও বেশি তার চোখে―
আমার মৃত্যু বার বার ভাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন