সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

আবদুর রাজ্জাক-এর কবিতা

স্মৃতি বড় প্রতারক

কেউ না কেউ স্মৃতিঘর উসকায়তখন আগুন জ্বলে ঘরে,
প্রতারিত আগুননির্ঘুম আগুন।

শাদা শাড়ির আঁচলভরা শুধু আগুন থাকেযেখানেই যাও
আঁচলের আগুন তুমি সাবধানে রাখো
যেন কেউ না নেয়।

সকল ভালোবাসা ভালো থাকে না কখনও,
সব হাসি উড়ায়ে দিয়েছোসমুদ্র প্রবাহেবাষ্পপ্রবাহে।
পৃথিবীর নদীগুলি একভাবে বয়ে যায়নিজের মুখ মুছে মুছে
ক্লান্তি হয়েছিধুলোজমা আয়না মোছার কথা কখনও মনে হয়নি।

শববাহক নিজেকে নিজেই বহন করছিআর—-
আমার ছায়া বহন করছে আমারই প্রতিচ্ছবি,
আমার শৈশবআমার কাঁটাবন।

ছায়া কিংবা শূন্যতার ভেতর আমি এক স্পর্শপালক,
তুমি আমার দুঃখকে উসকে দিও না,
স্মৃতি বড় প্রতারকজ্বালাতনে খুব উৎসাহ তার।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন