স্মৃতি বড় প্রতারক
কেউ না কেউ স্মৃতিঘর উসকায়, তখন আগুন জ্বলে ঘরে,
প্রতারিত আগুন, নির্ঘুম আগুন।
শাদা শাড়ির আঁচলভরা শুধু আগুন থাকে, যেখানেই যাও
আঁচলের আগুন তুমি সাবধানে রাখো
যেন কেউ না নেয়।
সকল ভালোবাসা ভালো থাকে না কখনও,
সব হাসি উড়ায়ে দিয়েছো, সমুদ্র প্রবাহে, বাষ্পপ্রবাহে।
পৃথিবীর নদীগুলি একভাবে বয়ে যায়, নিজের মুখ মুছে মুছে
ক্লান্তি হয়েছি, ধুলোজমা আয়না মোছার কথা কখনও মনে হয়নি।
শববাহক নিজেকে নিজেই বহন করছি, আর—-
আমার ছায়া বহন করছে আমারই প্রতিচ্ছবি,
আমার শৈশব, আমার কাঁটাবন।
ছায়া কিংবা শূন্যতার ভেতর আমি এক স্পর্শপালক,
তুমি আমার দুঃখকে উসকে দিও না,
স্মৃতি বড় প্রতারক, জ্বালাতনে খুব উৎসাহ তার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন