গুরুত্ব
অন্ধকারের গা বেয়ে নেমে আসে কঠিন সময়।
সেকারণে সেই কঠিন সময়ে গুরুত্ব হারিয়ে গেলে আলোয় খুঁজে নিতে হয় গুরুত্ব।
গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়া যায় না
বলেছিলেন মাস্টারমশাই।
যোগ্যতার মাপকাঠিতে কোনো সানাইয়ের সুর বাজে না।
ভুল শুধরে এক ধাপ এগিয়ে গেলে যখন বেজে ওঠে
ভীমপলশ্রী,
তখন পিছনে পরে থাকে আর এক ধাপ।
আর সেই এক ধাপ যোগ হলেও পিছনের ধাপ বিয়োগ হয় না।
অথচ বর্ষার আকাশেও মাঝেমাঝে ঝকঝকে রোদে
সবটাই যোগ হয় গুরুত্ব পেতে গুরুত্ব দিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন