রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মধুছন্দা মিত্র ঘোষ-এর কবিতা

কথা

তোমার ও আমার,
আমাদের কথারা জেগে থাকে

পরিশীলিত কথোপকথনের ভিড়ে 
কথার পর জমতে থাকে কথা

আমার কথা, তোমার কথা,
আমাদের কথা

দূরত্ব থাকে না কোনও
     উড়ে আসে মৌসুমী বাতাস ...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন