রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ইন্দ্রাণী দত্ত পান্না-র কবিতা

শরীর ২

কানের পাশ ঘেঁষে মৃত্যু চলে যাবার পর  বোঝা যায় শরীরের নিজের একটা ভয়াঞ্চল আছে। তার সব কটা কাঁপনকে ওপর ওপর একই মনে হলেও তাদের  ভাষা ভিন্ন। প্রথম চুম্বনে, প্রথম মিলনে সে যেমন করে কেঁপে ওঠে ভয়ে তা হয় না। পা বেয়ে ঘাম গড়িয়ে জুতো ভেজে অথচ গলায় তখন সমুদ্র শুষে নেবার আকুতি। রাগের সময় কেঁপে ওঠাও খানিকটা অসহায় করে মানুষকে।  তাহলে কাম ক্রোধ ত্রাসে সে বশে থাকে না।
তার মানে সাধারণ শরীর এক অবাধ্য সহচর।
সঙ্গে থেকেও যে আসলে নেই বললেই হয়।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন