কোনো তিথি মেনে নয়
নীরবতার মুখোমুখি বসে তাকে শুধু দূর থেকে লিখি
সুন্দরের সবটুকু ঢেলে তুলিতে এঁকেছে তারে
কোন সে শিল্পীর হাত!
আমি এঁকে রাখি গুচ্ছ গুচ্ছ অন্ধকার।
সেই অন্ধকারে তানসেনের সুরের তারে
ফুটে ওঠো ঋতুমতি ফুল, ইরানি গোলাপ
আষাঢ়ী পূর্ণিমা রাতে
শ্রাবণের গান গেয়ে আমাকে মন্থন করে
অলকানন্দার জল, গোলাপের তরুণ উত্তাপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন