রবিবার, ১৭ মার্চ, ২০২৪

সুধাংশুরঞ্জন সাহা-র কবিতা

হারানো ঠিকানার শবরীমালা

ধূসর বোতামে অভিমান লেগে ছিল তার।
শীতের শাসনে চুরমার হয়ে গেছে সব প্রেম।
ব্যথার উপরে পলিমাটির প্রলেপ পড়ে রোজ...
কথায় কথায় জড়িয়ে পড়ে নদীর কৌতূহল।

যদি ফিরে আসে তাদের মাঝে উড়ে যাওয়া গানপাখি,
ফিরে আসে যদি কফিশপের উষ্ণ আখ্যানগুলো,
কিংবা শরতের বিকেল ফিরিয়ে আনে যদি
হেমন্তের কথোপকথন 
এবং পরিচিত পথের ছায়াসংকলন...

তাহলে রোদমাখা শীতের অপরাহ্নে
তুমুল মাঘের শরীরে ফুটে উঠবে
হারানো ঠিকানার শবরীমালা।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন