মানুষেরও একান্ত পৃথিবী থাকে
থাকে আলো অন্ধকার,
থাকে দেখা এবং না-দেখার আয়ুষ্কাল
আরো থাকে শাশ্বত সুচিন্তার কথোপকথন।
যাদের জীবনের রঙ মুছে যায়
তারাও নতুন দিনের প্রত্যাশায় জেগে উঠে।
বারবার মরে যাওয়া
মানুষেরাও বাঁচতে চায়--
কেউ কেউ সুস্থির নীরব
কোলাহল কমে যায় হৃদয়ভূমির।
সত্যমিথ্যার মানুষেরা
প্রতিনিয়ত ফিরতির অপেক্ষায় থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন