রবিবার, ১৭ মার্চ, ২০২৪

শুভম চক্রবর্তী-র কবিতা

পিগমিদের আকাশ

লিখি তরুণাস্থিভরা-জলে ভেসে থাকা মাছ, 
বিকেলবেলায় উঠে জিভে-দাঁতে, মুখবিবরের 
ফাঁকে, হাঁমুখ শূন্যতার ঘরে। 
লিখি অন্বয় তছনছ করা 
কবিতা কল্পনা লতা ইত্যাদি প্রভৃতি মায়াজাল।
চরাচর ক্রমশ জটিল। তোমার বুকের ভারে 
একটি নরম তারা দুলে ওঠে, বহুদিন আগে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন