দুই ঠোঁট শিস বাজানোর মতো গোল করে
তুমি যখন পুচ্ করে মুখভরা পানের পিক
জানালা দিয়ে বাইরে ফেল তখন মনে হয়
চিলিক দিয়ে ধনুকের ছিলার মতো বেঁকে
লাল রক্ত সবুজ মাঠ রক্তস্নাত হয়ে ওঠে।
সবুজপানে খয়ের আর চুনে রক্তাক্ত মুখের
ঠোঁট লিপস্টিকের চেয়ে লোভনীয় মনে হয়।
খয়ের চুনে লাল ঠোঁটে কতদিন চুমু খাইনি!
আহা!লালে ভেজা নড়ে ওঠা গোল শিস ঠোঁট
পুচ্ করে ধনুকের ছিলার মতো বাঁকা করে
পিক ফেলার আগে একবার টোল পড়া গাল
দেখতে দেখতে আমার শুষ্কঠোঁট কর্দমাক্ত করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন