অপেক্ষা লিঙ্গ ও যোনি। অপেক্ষা পূর্বপুরুষ
পরম্পরা জানে, সহসা মিলিয়ে যাওয়া অনুপ্রাস
নিশ্বাস ভারী হয়ে আসে, সৌজন্য আয়ুধ
কে তাকে সংকল্প দেবে! কে দেবে শব্দ?
দশম মহাবিদ্যা থেকে উঠে আসে চোখ
শান্ত ও শীতল। সন্দেহের কৃষ্ণগহ্বর
ভালোবাসা এক ভূতগ্রস্থ আবেগ। মুহূর্ত খনিজ
খনিজ অন্ধকার থেকে মাতাল বিজ্ঞাপন
মানুষ তার লিবার্টি সাজিয়ে নিয়েছে। অশ্রু তাজমহল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন