রবিবার, ১৭ মার্চ, ২০২৪

পার্থ সারথি চক্রবর্তী-র কবিতা

ছবি

আয়নায় দেখা মুখচ্ছবি
চিনতে অসুবিধা হয়-
         এই তীব্র আলোতেও।

পাখিগুলো খাঁচায় নড়াচড়া করে
উড়ে পালাতে চায় আকাশে।
বৃষ্টিধারায় স্নাত হয়েও-
বুকের ময়লা যায় না। 

পাখিগুলো ইশারা করে-
মরুভূমির বার্তা বয়ে আনে। 
ঝাপসা হতে হতে ----
উধাও হয়ে যায় মুখচ্ছবি।

পাখি ডানা মেলে দিগন্তের দিকে।

 

1 টি মন্তব্য: