রবিবার, ১৭ মার্চ, ২০২৪

শ্যামলকান্তি মজুমদার-এর কবিতা

আফ্রদিতি

তোমার দিকে তাকিয়ে আছি
মনে মাখামাখি আহ্লাদ হচ্ছে

দেখছি পূর্ণিমা রাতে হৈ হৈ জ্যোৎস্নায়
সারারাত
অফুরন্ত দৃষ্টি -বিনিময় আমাদের

ডেকে উঠলাম এইমাত্র
আফ্রদিতি ---
রোমকূপে রোমকূপে, শিরায় শিরায়
জন্মান্তর পেরিয়ে, দেবী এসেছে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন