ঘুমের ভিতর তরতাজা এক জাগরণ ডাকছে
কড়ে আঙ্গুলের ডগাতে উঁকি দিচ্ছে
অজস্র শপথ
দুমুঠো ভাতের জন্যে
এক চিলতে চালাঘরের জন্যে
পরনের একটুকরো কাপড়ের জন্যে
হাহাকার আর বুক চাপড়ানি নিয়ে
বান ডেকেছে মৃতপ্রায় নদী
ঘুমের ভিতর এসে দাঁড়িয়েছে
অনেক মানুষ
নিজেদের শিরদাঁড়া সোজা রেখে
চিরকালের বন্ধ্যা ঘুম হটিয়ে
তারা এবার গাইবে
জেগে থাকার গীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন