রবিবার, ১৭ মার্চ, ২০২৪

আবদুস সালাম-এর কবিতা

লড়াই

এখন মৃত্যুকে উপভোগ করবো এসো
অসহ্য সময়
আত্মারা ক্রমশ পাথর হয়ে উঠছে দিন দিন
পেছোনোর আর জায়গা নেই
অনিচ্ছুক ফুটপাত এঁকে দিচ্ছি মনস্তাত্ত্বিক ক‍্যানভাসে
পাঠিয়ে দিচ্ছি আত্মহত্যার ধূসর এস এম এস
হাতে চুড়ি পড়ে বসে থাকার সময় এখন নয়
অস্ত্র হাতে এসো  বিষম লড়াইয়ে নেমে পড়ি
মৃত্যু এখন পাহারা দিচ্ছে সমতল দ্বীপ 

 

1 টি মন্তব্য: