রবিবার, ১৭ মার্চ, ২০২৪

সমরেন্দ্র বিশ্বাস-এর কবিতা

পুনর্জন্মের ছেঁড়া মানচিত্র

পুনর্জন্মের জল-হাওয়ায় ভাসে ছেঁড়া মানচিত্র।

বাদামী অক্সিজেন ছুঁতে গেলে থোকা থোকা পাপ,

অভিশপ্ত আমি নিঃশ্বাস নিতে পারি না!


অবাধ্য পুনর্জন্ম

ক্যারামের গুটির মতো

আমাকে ফেরৎ পাঠায় এ জন্মের খোপরে।

চারদিকে চেয়ে দেখি

ইউরেনিয়ামের মতো কিলবিল করে লোভ!


সাইরেণে সাইরেণে বাদামী ধূসর মানুষেরা পাশে হটে গেলে

রাস্তা খুলে যায় নেতার, লোলুপ নায়কের –

লোভী মানুষেরা সভ্যতাকে ছোটায় বাদামী শকটে

চারধারে শুধু ধূসর ধূসর হাওয়া!


পুনর্জন্মর কাছে ফিরে যায় থোকা থোকা বাদামী নিঃশ্বাস।

আশাহত গাড়িতে অ্যাসিড-বৃষ্টিক্ষয়ে যাওয়া ওয়াইপার

মানচিত্র থেকে ধীরে ধীরে মুছে যায় জীবনের জন্মপুনর্জন্ম!

অভিশপ্ত আমি আজকাল নিঃশ্বাস নিতে পারি না!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন