সবলের ছেলে বললো, যুদ্ধ কী মা?
যুদ্ধ মানে রক্ত, যুদ্ধ মানে আগুন,মৃত্যু।
যুদ্ধ কেন মা? -- ছেলেটি আবার বলে
মা বলেন,কী জানি? তবে শুনেছি যুদ্ধ হতেই হয়
নইলে ওরা নাকি সব কেড়ে নেবে।
যুদ্ধে কী হয় মা?
তা জানি না,শুনেছি তা ছাড়া বাঁচা যাবে না
শক্তি যার আছে সেই শত্রুরা সব নিয়ে যাবে।
দুর্বলের ছেলে বললো, যুদ্ধ কেন মা?
মা বলেন কী জানি?
আমাদের যে কিছুই নেই, শুধু অভাব,শুধু
অসুখ আর কান্না তবু...
যুদ্ধ কী মা?
সবকিছু ভেঙে দেওয়া,কেড়ে নেওয়া বা পুড়িয়ে দেওয়া আর অত্যাচার।
যুদ্ধ তবে কেন হবে ?
তা জানি না তো !
তবু যুদ্ধ নাকি হতেই হয়, নইলে মরে যেতে হয়।
দুটি শিশুই জানতে চায়,আমাদের কী লাভ?
দুটি মা উত্তর দেন,লাভ হয় না কিছুই,কিন্তু
শুনেছি লড়াই চাই-ই চাই
নইলে বাঁচা যায় না।
শিশুর সরল চোখে বিহ্বলতা, সেখানে লেখা,
আমরা যুদ্ধ চাই না,খেলতে চাই,খেতে যাই
আর গান গাইতে চাই।
রবিবার, ১৭ মার্চ, ২০২৪
জয়ন্ত চট্টোপাধ্যায়-এর কবিতা
যুদ্ধ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
খুব সুন্দর
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ
মুছুন