আশা নিরাশার দ্বন্দ্ব শেষ হয়ে গেলে
চাওয়ার আর কিছু থাকে না
থাকে না পাওয়ারও কিছু।
এখন আমারও সেই সুবর্ণ-দশা।
আয়নার সামনে দাঁড়িয়ে
প্রতিনিয়ত দেখতে পাই মৃত্যুমুখ
জলছবির মতো ছেলেবেলা
আর মধ্যরাত্রির দিনগুলি।
কোথাও খুব করুণ সুরে
একটা বেহালা বাজে
বাজতেই থাকে ক্রমাগত
আর আমি একটু একটু করে
তলিয়ে যেতে থাকি নৈঃশব্দের ভিতর;
জীবনের শেষ স্বপ্নদৃশ্যে দেখতে পাই –
একটা কাঠঠোকরা পাখি
ক্রমাগত ঠুকে ঠুকে
ঝাঁঝরা করে দিচ্ছে
আমার বুকের পাঁজর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন