ভোরের বেলায় শুনি কে যেন বাজায় বাঁশি ভৈরবী রাগে
দেখি পূবের আকাশ সেজে ওঠে আগুন আভাসে
সকাল হেঁটে যায় শিশিরে কুয়াশায়।
ধীর পাখায় পাখি উড়ে যায় উষ্ণতার খোঁজে
খেজুর রসের হাঁড়ি পেড়ে আনে শিমুল
জিরেন কাটের মিষ্টি রসে তৃপ্ত হৃদয় গেয়ে ওঠে গান -- এলো যে শীতের বেলা।
তারপর ঝলমলে রোদে পিঠ পেতে
উষ্ণতার স্বাদ নিই আমি একাই নিঃসঙ্গ কাকের মতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন