রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বরুণ চক্রবর্তী-র কবিতা

পিতা-পুত্র

পৃথিবীর যাবতীয় অন্যায় যুদ্ধ
থামাতে পারে মানুষের ঐক্যবদ্ধ শক্তি
আমার বাবা-র বাবা বলেছিলেন বাবা-কে---

তারপর দিন ফুরিয়েছে রাত গড়িয়েছে
এক কালের ঠাকুরদাদা
স্মৃতি রেখে জগৎ ছাড়া

অন্য আমি একটু একটু ক'রে পেয়েছি উপদেশ
পৃথিবী জুড়ে একদিন হবেই ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ
আমার বাবা বলেছিলেন আমাকে ---

এই-ই এমন আমার বাবা , তাঁকে দেখেছি ন্যায়-নীতি আদর্শে
তাঁর বাবা-র পথ অনুসারী নিষ্ঠ মানুষ একজন
আজ তিনি , তাঁরা নেই ঠিকই
সশরীরে আমাদের ধারে কাছে সুখে-দুঃখে
রয়েছেন স্মৃতি জুড়ে আমাদের হৃদয়ের
অন্তরের কোথাও---

বুঝি, বেশ বুঝি আমার স্মৃতি-র পৃথিবী এঁদের ঘিরে
আশ্চর্য ভারবাহী আলোয় স্মৃতি উৎসুক
চিরকালের চিন্তার ঘনছায়া আমায় ঘিরে

অনন্ত অতীতের স্মৃতি-ভাষ্য ঢেউ, অনর্গল ঢেউ
বহে চলে আনন্দ যাত্রায়---

মনে মনে ভাবি, আমিও তো বাবা আমার সন্তান-কে বোঝাই পাখি-পড়ার মতো
বুঝিয়ে অন্তঃকরণ শুদ্ধ করি আন্তরিক ভাবনায়
উত্তরকাল আজকের এই দামামা-র যুগে
বলা-কওয়া-কে বুঝবে আর কত প্রজন্ম ?

কোথাও বাবা-র একটা জোরের জায়গা ছিল
বাবা বলতেন উল্টো কথা
'নিজের কথা বলবে না , লোকে বলবে,
বলবে অন্যেরা---

শুধু মানুষের কথা রেখো
মানুষের পাশে থেকো
জেগে জাগাও'---

এখন যুগ পাল্টে গেছে, একচেটিয়া এখন
এ সময়ের শ্লোগান
নিজের ঢাক ---

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন