রবিবার, ১৭ মার্চ, ২০২৪

সন্তর্পণ ভৌমিক-এর কবিতা

পরবাস, অতিথি, কাণ্ডজ্ঞান 

অতিদূরদেশে, কিংবা অতিপরবাসে
কারা থাকে? কে হাঁকে? কে হাঁটে
রাত্তিরে ধারালো এক ছুরির উপর

কোজাগরি আলো নিভে গেছে
নিঃশব্দ শিশির ভাঙে,
কৌশলে কে হেঁটে যায়
প্রাণ ও প্রাণী নাকি, কিংবা
কেউ কেউ জনন বিহীন

তাহাদের আর্তস্বর অতিরিক্ত মিহি হয়ে
ফিরে আসে আমাদের দুয়ার অবধি
আমরা শুনছি কি? কি দুঃখ এসে যায়?
প্রাণীদের গ্লানি সব যদি মিশে চৈত্র হাওয়ায়।

 

1 টি মন্তব্য: