রবিবার, ১৭ মার্চ, ২০২৪

অমিত কাশ‍্যপ-এর কবিতা

বসন্ত এল না 

পলাশের ছায়ায় ঢেকে আছে সাজেরবাড়ি স্টেশন 
কোকিলের ডাক মনে করে নেওয়া যাক
ধরে নেওয়া যাক দক্ষিণায়নের রোদ আর
নিরিবিলি গ্রাম‍্যপথ, দূরে দেখা যাক চমৎকার 

আমরা এখন পাশাপাশি বসে মনের মধ্যে কথা বলি
সাজেরবাড়ি চলে যেতে হলদিবাড়ি গল্পে ঢুকে পড়ল
সেবার খুব হামলা হল হাতির, পটকা ফাটল
বাজনা বাজল, রাত পাহারা হল খুব

বসন্ত এল না, ঘুমের পাশ থেকে স্বপ্ন যেমন সরে 
নদী আসে, শীর্ণকায়া, ঝমঝম সেতুর নীচে শুয়ে 
আকাশ দেখে, বাতাসে জড়িয়ে যায় চোখ
তেমন প্রাচীন সিঁড়ি ভাঙা ঘাট, বসন্ত এল না 


 

1 টি মন্তব্য: