রবিবার, ১৭ মার্চ, ২০২৪

প্রসেনজিৎ বাগানী-র কবিতা

মৃত্যু

মৃত্যু চেয়েছে কে?
কেউ না।

মানুষ তবু মরে যায়―
যেভাবে ইতিউতি পড়ে থাকে খসে-পড়া
                                    বুনোহাঁসের পালক―
মানুষের মৃত্যু হয়;

হাওয়া বয়, পালক ওড়ে
পালক ওড়ে, হাওয়া বয়

সব মৃত্যুর সৎকার হয় না!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন