রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মাসুদার রহমান-এর কবিতা


জো বাইডেন

লালশাক দিয়ে ভাত খেতে গিয়ে

রক্তভেজা

ফিলিস্তিন ছেলেটির কথা মনে পড়ে


সেই ভাত মুখে দিতে গিয়ে

নিজেকে নেতানিয়াহু বলে মনে হয়


মনে হয় আমিই সে জো বাইডেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন