রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

গৌতম রায়-এর কবিতা

নক্ষত্রের আকন্দ শৈশব 

আকাশ মহাপাতার মতো তার পৃষ্ঠাগুলি অনন্ত, নক্ষত্রকে দেখি, সৃষ্টির ঋণ আর দহনের গতি নিয়েছে এ ব্রহ্মাণ্ড থেকে। 
আমিও কি উত্তরসূরী নই? 
আমার ভেতরেও ব্রহ্মাণ্ডের রথের চাকা 
আয়ু ক্ষয় করে আলো দিয়ে দৃশ্যমান করে তুলি অন্ধকার পকেটগুলি,
জগৎ থেকে নিয়ে আমার আমিতে সমকোণে দাঁড়াই।
স্বজন সাফল্যের হাসিটুকু জ্যোতিষ্কের মতো নৌকোজ্জ্বল হলে আমারও ভেতর বেজে ওঠে বাঁশি,
রাধা ধুনে ফুটে উঠে আকন্দ ফুল।
তুলো ডানায় ওড়াই বীজ,
কতটুকু আর যেতে পারি, পৃথিবীত্বে বৃষ্টি এলে মাটিই আশ্রয়, মাটিজ জীবনে জেগে ওঠে সহস্র আকন্দ শিশু 
চোখে ফোটে, মাটির দর্পণে হেঁটে যায় আমার নক্ষত্রের আকন্দ শৈশব।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন