আত্মার অস্থি-মাংস সাক্ষ্য দেয়
আমার হয়ে তোমার সাথে অন্য কেউ
এতদিন বাস করেছে, আমার সব লক্ষণ
তার ভিতরে ছিল, শুধু আমার ক্ষয় হয়ে
যাওয়াটা সে নিতে পারেনি,
আমার শরীরের ভিতরে পরিত্রাণ পেতে
তোমরা মরিয়া হয়ে উঠেছো, দুশ্চর সাধনা
থেকে তুলে এনেছি তোমাদের জন্য প্রয়োগবাদ,
মহামায়াচ্ছন্ন আমার দ্বৈত প্রাণ জানে না ভালোবাসা এক প্রকার শ্বাসরোগ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন