রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

তাপস কুমার চট্টরাজ-এর কবিতা

একটু অন্যরকম

সরিয়ে চাদর
আলসেমি দু পায়ে
চৌকাঠ পেরিয়ে যেতে
কৌশল
শেষ টান না পেয়ে
হাল ছেড়ে 
আধপোড়া সিগারেট
ধোঁয়া ছেড়ে ঘুমিয়ে কাদা 
বালিশের আর কি
ছেড়ে দিলে, হাঁফ ছেড়ে বাঁচে 
সেও শোবে পাশ ফিরে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন