মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

গৌতম রায়-এর কবিতা

পেতে দেবো আঁতুড় ঘরে খড় 

লকলকিয়ে বেড়ে উঠছে ভেরেন্ডা 
সবুজ সূর্যে ঢেকে  ফেলছে খোলা জমি 
তা দিক না 
বৃষ্টি আকাল, নগ্ন করছে সাদা মেঘ 
আগাছা বেড়ে ওঠা দেখি 
দেখি গাছ তলায় পত্রবাহারের প্রিজমে 
মেঘের রমন অর্গাজমের পর 
পোয়াতি মেঘের সাধ গ্রহণ 
আহা! বৃষ্টি নামবে, নামবে অনিবার্য দেবশিশু 
পেতে দেবো আঁতুড়ঘরে খড়।


অমোঘ ঠমকে

মানা গ্রামের পার্বত্য পথে করি ট্রেক 
সরস্বতী জলে সারি স্নান
ভীমাপুল নিয়ে যায় স্বর্গের দিকে 
ব্যাস গুহায় বসে রচনা করি অন্বেষা-ভারত, 
তোমার পৃষ্ঠটান এসে সমৃদ্ধ করে অলকানন্দা,  
নীলকন্ঠ থেকে খনন করি শিলা চূর্ণ 
তুমি সরস্বতী বয়ে নিয়ে যাও পবিত্র দৃষ্টিপাত 
মানব মানবীর সেতুবন্ধে বেড়ে ওঠে
নব মহাভারত স্থাপত্য, 
উষ্ণ চায়ের চুমুকের পাণ্ডুলিপিতে থাকে 
এগিয়ে যাওয়ার পূর্বজ নাভি পুটলিগুলি,
এগিয়ে যাওয়ার অমোঘ ঠমকে নদী সভ্যতার আত্মজ হই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন