মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদুল হক-এর কবিতা

কথার দাগ

ঘরগুলোর মধ্যে বৈরাগ্য আর বাড়ির উঠানে বড়ই গাছ 
সবটাতেই বেদনার ঝিম!

সাদা ভাতে কথার দাগ লেগে গেছে... 

মর্ডান মোড়ে বাদাম কিনে উড়ো কাগজ পড়ছে মুচি থেকে 
পানদোকানি

বালকবেলার গৃহভেঙে প্রথাগত চুক্তিবদ্ধ নারীর
 সমুদ্রচোখ সামাজিক বালতিতে ডুবিয়ে
 লবণের কারখানায় ছুটছে দাম্পত্যের দিনরাত।

 

ডিভোর্স 

উদ্বিগ্ন আগুন। বড্ড অসহ্য কণ্ঠস্বর 
ক্ষত নিঃশ্বাসের সঙ্গে হারিয়ে যাচ্ছে 
আবেগের আধখানা উলঙ্গ চাঁদ। 

 অসহ্য লাগছে ডিওডোরেন্টের ঘ্রাণ 
 নিঃশ্বাস আলাদা করা যাচ্ছে না…
আর শব্দের গোঙানিতেও পটবে না
ভ্রমরের মতো ফুলে ওঠা শরীর 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন