মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

প্রাণজি বসাক-এর কবিতা

ছায়াকে ফলো করে 


প্রতিদিনের ছায়াকে ফলো করে করে হয়রান রোদ্দুর

শুধু নিজেকেই জাহির করে ইধারউধার সকাল দুপুর 

শহরের গাছেরা আজ ভিজে আছে পাতা আর শরীর

অটো টোটো ক্যাব কেউ তোলে না ছায়াকে অকারণে 

রোদ্দুর বেশ ছাদে বসে চলে যায় সিআরপার্ক মার্কেট 

দিনকাল যা পড়েছে ভাইমানুষের দাম নেই কোনো 

পৈতৃক বাড়ি ভেঙে উঠছে মাল্টিস্টোরিজ ঝাঁ চকচক

গল্পগুলো সব উধাও সভ্যতা-সংস্কৃতি যেন বোবাকালা 

লেনদেন চলে অনলাইনে মানুষের মুখ দেখে না কেউ

মানুষগুলো সব গোলাকার হয়ে গেছে ভীষণ রোদ্দুরে 


বিলম্ব 


দাঁত দিয়ে কেটে নিয়েছি দুঃখের আশা আর শূন্যতা 

ভাতঘুমের দুপুরে প্রযোজক পাড়াতুত বৌদি সলজ্জে 

ছুঁয়ে দিই দেশের কন্ঠ তোমার স্বপ্ন দূরতম ঘুড়ি 

উড়ান সফল হলে হাততালি পড়বেই অর্থাৎ সফলতা 

কয়েক ধাপ সিঁড়ি টপকে লাফিয়ে উঠি উচ্চতর মঞ্চে 

গোলাকার মন্ডপে শতশত বেলুন সজ্জিত রংবেরঙের 

মধ্যরাতের প্রহর চিরে সানাই বাজছিল অদ্ভুত চরণে 

দাঁতে দাঁত চেপে অন্ধকারের গলা টিপে প্রশ্ন করি

সময়ের কাছে বড়রা কত তাড়াতাড়ি মানুষ হয় আর

মানুষের কাছে দাঁড়াবার সময়ও কত না বিলম্বিত হয়  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন