মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

আবু রাইহান-এর কবিতা

সম্মোহিত নদী

কিছুতেই এড়াতে পারি না সম্মোহিত নদীটির টান

ঠোঁটে তার লেপ্টে থাকে অপ্রাপ্তির সব অভিমান

নদী তোমার কাছে গেলে কেন এত বেশি

                    যন্ত্রণার স্মৃতি টেনে আনো

তোমার মধ্যে আছে অপার্থিব আলোতা কি তুমি জানো?

 

আমার কলুষিত মন ধুয়ে দাও তোমার ভালোবাসার শুদ্ধ জলে

আমাকে ঢেকে নাও নদী তোমার মায়াময় গহীন বল্কলে।

আমি ভেসে যেতে চাই দূর দেশে-তোমার পরানো পবিত্র বেশে।

 

1 টি মন্তব্য: