শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

গৌতম রায়-এর কবিতা

 

বাসন্তিক গীতবিতান বললে ক্ষতি কী

 

হোলিকা নাশের পর হ্লাদিনী তুমি কুড়োচ্ছিলে ঝিলের জল জলজ আর আবীর,

ঝিল তুমিও মেখে নিচ্ছিলে চিহ্নিত আগমনের রক্ত মাংস পোশাক রূপটান রেণু,

আমার দুহাত দুদিকে প্রসারিত করে কাপলিঙ্ক করলে

দেখলাম এগিয়ে আসছে চয়নিকা পলাশ

তার ভেতর বুনতে থাকা ভিয়েনে

ভ্রূণ আলোকপ্রাপ্ত হলে 

এই ছুটনের দৌড়ে বীজফলক হয় সুরবাহার,

এই মুহূর্তে ত্রিভুজে আঙুল ঘষলে কালকণ্ঠে পৃথিবীময় ওঠে ধুন 

পৃথিবী মিউজিয়ামে তাকে বাসন্তিক গীতবিতান বলতে ক্ষতি কী?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন