আমার স্বপ্ন
আমার স্বপ্ন যত ভেসে ফেরে সমুদ্রের ঢেউয়ে
ওড়ে ফুরফুরে বাতাসে পাল তোলা নৌকার
মতো ।
আমার স্বপ্ন যত লেলিহান শিখায় পোড়ে অথচ
নষ্ট হয় না সবটা , ফিনিক্স পাখির মতো ডানা
মেলে ফেরে ।
আকাশের নীল দিগন্তে মিশে যায় মহাশূন্যের
বুকে , ফলত আমার স্বপ্ন দ্যাখা শেষ হয় না
একেবারে ।
একটা স্বপ্ন বিলীন হতে না হতেই আর একটা স্বপ্ন
এসে ভিড় জমায় অদৃশ্য মনের গহনে ; স্বপ্নের শেষ
নেই কোনো ।
ফসিল হয়েও ঠিক ফিরে ফিরে আসে কড়া নাড়ে
বদ্ধ আগলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন