একটি কথা
মনে পড়ে কত জন্ম আগে
চিলেকোঠা ঘরের কোণে
কত স্বপ্ন দেখেছি
তুমি আর আমি মিলে
বিকেলের ক্লান্ত বকের সাথে।
সমস্ত স্বপ্নের গায়ে রক্ত মাখিয়ে
মালা করে পরিয়ে দিলাম তোমায়
তুমি খুশি হবে ভেবে।
আষাঢ়ের মৃদু হাওয়ায় ভেসে যাওয়া
নৌকোর সাথে তুমি চলে গেলে
শীতের নির্জনতা রেখে।
আমি খুশি হলাম তুমি খুশি আছো শুনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন