শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

জয়ন্ত চট্টোপাধ্যায়-এর কবিতা

ডানার আগুন বুকে

(শ্রদ্ধাস্মরণ : কথাসাহিত্যিক হাসান আজিজুল হক)

খুঁজে নেওয়া এক দীর্ঘযাত্রা
যাত্রা আর পরিযান কেমন মিশে যায়


গল্পটায় কত রক্তপাত তারপর দৃশ্যত কাঁটাতার ঘন হয়ে ওঠে
পাখি আর প্রজাপতি বাতাস বা মেঘ কোনো কাঁটাতার মানে না
কেবল মানুষ পোড়ে স্মৃতির আগুনে জড়িয়ে অজস্র বাধা
ঝরাপাতার মন্থর আগুন বড়ো আগ্রাসী চারিদিকে ঘিরে আসে
আধখোলা মুখে অঙ্গার ক্ষয় করে যা লেখো সেও তো স্মৃতিদাহ
জল বা সবুজ নদীর জীবন পলি,কাদা অথবা রূঢ়মাটি
গল্পগুলোর ফাঁকফোকর কমে আসে যত অপূর্ণতা
ভরে ওঠে সময়ের প্রলেপে,তবু থাক অলাত-অক্ষরে লেখা
জীবনের দিনলিপিগুলি দলিল হয়ে থাক আগুনের পাখি

    

 

1 টি মন্তব্য: