শনিবার, ১ মে, ২০২১

গৌতম রায়-এর কবিতা


মহুল 

মাঝে মাঝে বৃক্ষের কাছে যাই

হে মনুষ্য জনম 

বৃক্ষঘ্রাণ লেগে থাক প্রাণে

বৃক্ষ যে চেনায় হরিতকী জীবন

চেনায় কঙ্খল

চেনায় রুদ্রাক্ষতর্পণ

 

তুমি মহুল 

আমার আকৈশোর উচাটন

টুপটাপ পতনের লেগে থাকে দাগ

জৈষ্ঠ্যের বুদ্ধপূর্ণিমায় কার্তিকের উল্ফায় গতি দেয় মহুলার নির্যাস

তোমার পাতা বিস্তারে আমার অঘ্রাণ সংক্রান্তি

পাতাপিঠের প্রথম রাত্রির সঞ্চারি আভোগ

একটি কৃষি সংস্কৃতির আবহমানকে

করো প্রাণ প্রতিষ্ঠা

করো চক্ষুদান

 

মহুল আমার গ্রীষ্মের ঝুপঝুপ পতনের মহিমান্বিত দিন

মহুলানি পৃক্ত করে তৃষিত পলাশভূম

নববর্ষার কচড়াফল 

আমাদের যত অসুস্থ সংবহনে ভাসায়

লোহিত কণিকার জোয়ার 

একটি সফল সফরের শিরোনাম মহুল

যার কোনো অপচয় নেই

অয়নিকা রোদে ভরে থাকে মুগ্ধতার পর্যটন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন