শনিবার, ১ মে, ২০২১

অভিজিৎ পালচৌধুরী-র কবিতা


আরো কিছু

আরো আছে কিছু গোপন গহন চুরি

রোদের সাথে ছায়ার লুকোচুরি।

 

আরো কিছু আছে লুকোনো মর্মব্যথা

বালির নিচে জলের রূপকথা।

 

আর কিছু নেই দিনান্তের কোনো ঋণ

হাতছানি শুধু আকাশে অন্তহীন।

 

আর যা কিছু আছে সে মৃত্যুর অধিক

রাঙা ধুলোপথ জীবন দিগ্বিদিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন