ভেবো না
ভুলেছি...
পথে পথে পাথরের কণা
আলপনা’র মতো ছড়ানো
আহত পাতা, ফুলের কুঁড়ি ...
অনেক যত্নের নীড়,
কাতর দুটো পাখির ছানা —
ডানা মেলবার সময় এ নয়
হাওয়ায় হাওয়ায় জড়োসড়ো হিম,
কৃত্রিম রোদ মেঘের দেশে বসে ভাবছে বিভোর
এমন কুয়াশা-শীতে কে জাগে?
কে আর আলোর আশায় মিহিন পায়ে,
নূপুরে নূপুরে শিশির মাখায়!
বহুকাল কুমারীর চোখ
দ্যাখেনি পৃথিবী এই —
অবাক দৃষ্টির দূরে অজর অন্ধকার...
নীরব তারার মতো একাকী চমকায়,
ঘুম আছে চরাচর জুড়ে
চোখের তারায় শুধু নেই ।
একদিন ভুলের দেশে
নতুন ঘ্রাণের বেশে
চেনা-ফুল ফোটে অনায়াসে...
পূর্ণ চাঁদের রাত,
মেঘমগ্ন ভোরের
রঙিন-দিন হয়ে ওঠার ক্রমশ-প্রয়াস,
—- সন্ধ্যার, দিন রয়ে যাবার দীর্ঘ নিশ্বাস :
ঝড়ের পাতার মতো ক্লান্ত...
পথের মতো নিঝুম,
তার অযথা স্বর ।।
শনিবার, ১ মে, ২০২১
রেজা নুর-এর কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন